bangla news

মতলবে কৃষি ব্যাংকে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১১ ৮:১০:১৭ পিএম
কৃষি ব্যাংক, মতলব শাখা। ফাইল ফটো

কৃষি ব্যাংক, মতলব শাখা। ফাইল ফটো

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর বাজার কৃষি ব্যাংক শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের নাইট গার্ড মো. মোস্তফাকে (৪০) আটক করেছে পুলিশ। 

বুধবার (১০ জুলাই) রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১১ জুন) ব্যাংক ব্যবস্থাপক আমির হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান।

ব্যাংক ব্যবস্থাপক আমির হোসেন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নাইট গার্ড মোস্তফা আমাকে ফোন করে জানায়, ব্যাংকের দরজা ও ভোল্টের তালা ভাঙা রয়েছে। এ কথা শুনে আমি দ্রুত ব্যাংকে চলে আসি। এ সময় আমি ব্যাংকের ভোল্ট কক্ষের দরজা ও ভোল্টের তালা ভাঙা দেখতে পাই। এছাড়া ওই কক্ষের সামনের জানালার গ্রিল ভাঙা দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাই।

সকাল সাড়ে ১০টার দিকে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংকের নাইট গার্ড মোস্তফাকে আটক করে। 

তিনি আরও জানান, ভোল্টে নগদ ২৪ লাখ ১১ হাজার ১০৫ টাকা ও ১০০ টাকা মূল্যের ২১টি প্রাইজবন্ড ডাকাতরা নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   চাঁদপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-11 20:10:17