ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদকের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
মাদকের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান মতবিনিময় সভা, ছবি: বাংলানিউজ

খুলনা: মাদকের বিরুদ্ধে কাজ করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে আলোকে জনপ্রতিনিধিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। জনপ্রতিনিধিদের মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে জেলার সর্বস্তরের জনপ্রতিনিধিগণের সঙ্গে মাদকবিরোধী টাস্কফোর্সের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আরও বলেন, আমরা মাদকের বিরুদ্ধে একটা সামাজিক সচেতনতা গড়ে তুলতে চাই। মানুষকে মাদক থেকে মুক্ত করাই আমাদের লক্ষ্য।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মাদকমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধিসহ উপস্থিত সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল হাসান (বিপিএম), খুলনা মহানগর পুলিশের (কেএমপি) পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম), অতিরিক্ত খুলনা জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খুলানর অতিরিক্ত পরিচালক আবুল হোসেন।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি করপোরেশনের কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।