ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

দুদকে বসছে ডিজিটাল ফরেনসিক ল্যাব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
দুদকে বসছে ডিজিটাল ফরেনসিক ল্যাব সার্টিফিকেট বিতরণ করছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত, ছবি: বাংলানিউজ

ঢাকা: দুর্নীতি দমন কমিশনে (দুদক) ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিশনটির সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুদকের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক এবং উপসহকারী পরিচালক পদমর্যাদার ৩০ জন কর্মকর্তার সাতদিনের ‘অনুসন্ধান ও তদন্ত’ সংক্রান্ত প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।

এসময় দুদক সচিব বলেন, অভিযোগের অনুসন্ধান ও তদন্তে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যেই ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।

তিনি জিজ্ঞাসাবাদ, গ্রেফতার, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ক্ষেত্রে আপনাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা  নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সচিব বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যা শিখবেন, তা কর্মক্ষেত্রে ব্যবহার করবেন। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতাকে শাণিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।