ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশু সামিয়াকে ধর্ষণ-হত্যার বিচারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
শিশু সামিয়াকে ধর্ষণ-হত্যার বিচারের দাবি দেশের সব ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

নরসিংদী: ‘চল যাই যুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে’ এ স্লোগানকে সামনে রেখে শিশু সামিয়া ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।  

এতে নিহত সামিয়ার স্বজনসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে দেশের সব ধর্ষণ ও হত্যার বিচার দাবি করা হয়।

বক্তারা বলেন, দেশের বিচার ব্যবস্থায় ধীরগতি ও দুর্বলতার কারণে বার বার নারীরা ধর্ষিত হচ্ছে। অপরাধের সঠিক ও দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করা গেলেই ধর্ষণসহ নানা অপরাধ কমে আসবে।

নিহত সামিয়ার মামা শাহরিয়ার নাঈম বলেন, সব ধর্ষণকারীদের প্রকাশ্যে ক্রসফায়ার দিতে হবে। একই সঙ্গে  সামিয়াকে ধর্ষণ ও হত্যাকারীর সহযোগিদেরও শাস্তির আওতায় আনা দরকার। কারণ, সামিয়াকে ধর্ষণের সহায়তা করেছেন ধর্ষকের ভাবী ঝুমা। তাই তার শাস্তিরও দাবি জানাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।