bangla news

নলডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১১ ৫:৪০:৫৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার জামতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অপূর্ব কুমার দাস (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার অপর এক সহপাঠী। 

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের দিকে পিপরুল-ভাতুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

অপূর্ব উপজেলার ভূষণগাছা গ্রামের দিজেন্দ্র নাথ দাসের ছেলে ও দিঘাপতিয়া এমকে কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র। এ ঘটনায় আহত অপরজনের নাম শাহিন। তার বাবার নাম দ্বীন ইসলাম বলে জানা গেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে অপূর্ব ও তার সহপাঠী শাহিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কলেজ থেকে বাড়ি ফিরছিল। পথে ওই সড়কের জামতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারায় অপূর্ব। এসময় আহত শাহিন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা নাটোর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-07-11 17:40:54