ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রিফাত হত্যা: ৩ দিনের রিমান্ডে রাতুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
রিফাত হত্যা: ৩ দিনের রিমান্ডে রাতুল

বরগুনা: প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার রাতুল সিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বুধবার (১০ জুলাই) রাতে রাতুলকে গ্রেফতার করা হয়।

তবে কখন, কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তদন্তের স্বার্থে তা গোপন রেখেছে পুলিশ।  

রাতুল বরগুনা কলেজ রোডের একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতুলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।   

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad