ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে দিবস উপলক্ষে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন করে জনশক্তিকে সম্পদে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমারউজ্জামান, সিভিল সার্জন ডা. মো. ইদ্রীস মিয়া, পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালন বিপ্লব বড়ুয়া।

এছাড়াও অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।