ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অপহরণকারী সন্দেহে যুবককে গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
অপহরণকারী সন্দেহে যুবককে গণপিটুনি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে অপহরণকারী সন্দেহে জামাল হোসেন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে। আহত জামাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাজীপাড়া মহল্লার মৃত জালাল মিয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে বলেন, ঢাকার আজিমপুর এলাকার টিটু মিয়ার মেয়ে জান্নাত (১১) তার নানাবাড়ি কসবা উপজেলার গোপীনাথপুর যাওয়ার জন্য ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ায় আসে। সে ঢাকার নোয়াব হাবিবুল্লা স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী। সকালে জান্নাতকে একা ঘুরাফেরা করতে দেখে জামাল তাকে নানাবাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন। পরে তারা রেললাইন ধরে হেটে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে জামালকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

জান্নাতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাকে অপহরণ করা হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad