ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলো চেঙ্গী নদীর পানি, অপরিবর্তিত মাইনীর পানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
কমলো চেঙ্গী নদীর পানি, অপরিবর্তিত মাইনীর পানি সড়কে ভাঙন। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তবে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল থেকে চেঙ্গী নদীর পানি কমতে শুরু করলেও অপরিবর্তিত রয়েছে মাইনী নদীর পানি।

বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। গত ৫দিনে খাগড়াছড়িতে ৩৪২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে জেলার ৩৮টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে প্রায় ৩ হাজার পানিবন্দি মানুষ আশ্রয় নিয়েছে। সেখানে খাবারসহ বিশুদ্ধ পানি সরবরাহ করছে প্রশাসন।

অপরদিকে খাগড়াছড়ির মধুপুর এলাকায় টানা বৃষ্টির কারণে দোকানপাটসহ সড়কের একটি অংশ ধসে গেছে।

দীঘিনালা-মেরুং সড়কের বড়মেরুং এলাকায় স্টিলব্রিজ নামক সড়ক ডুবে যাওয়ায় মেরুং এবং লংগদুর সঙ্গে দীঘিনালার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পানছড়িরর দুদুকছড়া ব্রিজে ফাটল দেখা দিয়েছে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিতে বসবাসরত কিছু পরিবারকে সরিয়ে নিয়েছে প্রশাসন।

ইতোমধ্যে বেশকিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত মঙ্গলবার (০৯ জুলাই) সন্ধ্যায় বাবুছড়াতে পাহাড় ধসে নিহত যোগেন্দ্র চাকমার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ