ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রিফাত হত্যা: রাব্বির স্বীকারোক্তি, রিমান্ডে টিকটক হৃদয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
রিফাত হত্যা: রাব্বির স্বীকারোক্তি, রিমান্ডে টিকটক হৃদয়

বরগুনা: আলোচিত রিফাত শরীফ হত্যায় গ্রেফতার হওয়া রাফিউল ইসলাম রাব্বি প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১০ জুলাই) বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর কাছে এ স্বীকারোক্তি দেন রাব্বি। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

একই সঙ্গে এ মামলার ১২ নম্বর আসামি টিকটক হৃদয়কে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত।

রিফাত শরীফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির বলেন, দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে টিকটক হৃদয় ও রাব্বিকে আদালতে হাজির করলে রিফাত হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয় রাব্বি। একই সঙ্গে হাজির করা টিকটক হৃদয়কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত পাঁচ দিনের মঞ্জুর করেন।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।