ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজাপুরে ডাকাতের হামলায় নিহতের ঘটনায় মামলা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
রাজাপুরে ডাকাতের হামলায় নিহতের ঘটনায় মামলা, আটক ১

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের পোদ্দার হাওয়া এলাকায় ডাকাতের হামলায় ব্যবসায়ী আব্দুল হক নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুলাই) রাতে নিহত আব্দুল হকের শ্যালক সালাম বাদী হয়ে রাজাপুর থানায় অজ্ঞাত সাত থেকে আট জনকে আসামি করে মামলা দায়ের করেন।  

পরে বুধবার (১০ জুলাই) এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার দক্ষিণ ইন্দ্রপাশা গ্রামের শামসের হাওলাদারের ছেলে খৈয়ম হাওলাদারকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত আব্দুলের স্ত্রী লিলি বেগম জানান, সোমবার (৮ জুলাই) দিনগত রাতে এক দল মুখোশ পরা ডাকাত দরজা ভেঙে ঘরে ডুকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা সাড়ে, তিন ভরি স্বর্ণালঙ্কার, দুটো মোবাইল ফোনসহ মালামাল নিয়ে যাওয়ার সময় ডাকাত দলের সদস্যদের বাধা দিতে গেলে তার স্বামীকে তারা মরধর করে হত্যার পর পালিয়ে যায়।

মামলার তদন্তাকারী কর্মকর্তা রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মঈন উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।