ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুদকের হাতে সমাজসেবার উপ-পরিচালকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
দুদকের হাতে সমাজসেবার উপ-পরিচালকসহ আটক ২

দিনাজপুর: দিনাজপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মুসহ (৫৮) ২ জনকে দুর্নীতি মামলায় আটক করেছে।

বুধবার (১০ জুলাই) দুপুর দেড়টায় মিশন রোডের সমাজসেবা কার্যালয়ের অফিস থেকে তাকে আটক করা হয়। আটক অপরজন হলেন সমাজ সেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোস্তাফিজুর রহমান (৫৩)।

 

সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশসহ দুদকের একটি দল অভিযান চালিয়ে ওই ২ জনকে আটক করে। হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসের সাবেক ফিল্ড সুপারভাইজার আবুল কাশেমের ল্যামগ্রোন্টের ৩ লাখ ২৩ হাজার ২৮০ টাকা পরস্পর যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করে।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।