ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজার সুগন্ধা সৈকত থেকে ৬ জনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
কক্সবাজার সুগন্ধা সৈকত থেকে ৬ জনের মরদেহ উদ্ধার ভেসে আসা ট্রলারটি। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে আরও দুইজনকে। 

বুধবার (১০ জুলাই) সকালে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

জীবিত উদ্ধার হওয়া দুইজনের মধ্যে একজনের নাম মনির মাঝি অপরজনের নাম জুয়েল বলে জানিয়েছে পুলিশ।

দুইজনই ভোলার বাসিন্দা বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  

কক্সবাজার মডেল থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান বাংলানিউজকে জানান, সৈকতের সুগন্ধা পয়েন্টে একটি মাছ ধরার ট্রলার ভেসে আসে। সেই ট্রলারটির ভেতরে পাটাতন থেকে দুইজন এবং আশপাশে সৈকতে ভাসমান অবস্থায় আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

ধারণা করা হচ্ছে, সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি। এ অবস্থায় ভাসতে ভাসতে কক্সবাজার উপকূলে চলে আসে।

জানা গেছে, গত শনিবার ভোলায় তিনটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ট্রলার উদ্ধার হলেও ২৮ জন জেলেসহ দু’টি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে। এটি সেই নিখোঁজ ট্রলারের একটি এবং মরদেহগুলো ওই ট্রলারের জেলেদের হতে পারে।  

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ভোলার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯/আপডেট: ১৪১৬ ঘণ্টা
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।