ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভৈরবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
ভৈরবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩ মাদকসহ আটক তিন যুবক। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, দুপুরে উপজেলার নাটালের মোড় সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাড্ডা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, একই উপজেলার রসুলপুর এলাকার মৃত মাহাব আলীর ছেলে শাহিন মিয়া (২৩) ও মানিকপুর এলাকার মো. নাসির মিয়ার ছেলে শরিফ উদ্দিন (১৯)।  

কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুরের দিকে ওই সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যান থামানো হয়। পরে কাভার্ডভ্যানে তল্লাশি করে ১০ কেজি গাঁজা জব্দসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।