ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
মুন্সিগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদরে শিশু ধর্ষণ মামলায় জুম্মন (৩৪) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. জাকির হোসেন এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত জুম্মন মুন্সিগঞ্জ সদরের কুটিপাড়ার উত্তর মুরমা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

জানা যায়, ২০১৮ সালের জানুয়ারি মাসে মুন্সীগঞ্জ সদর থানায় শিশু ধর্ষণের মামলাটি দায়ের করা হয়েছিল।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট লাবলু মোল্লা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে মঙ্গলবার এ রায় দেন বিচারক।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।