ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খুলনায় কলেজ ছাত্রী হত্যার বিচার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
খুলনায় কলেজ ছাত্রী হত্যার বিচার দাবি চৈতী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা সরকারি মহিলা কলেজের ছাত্রী চৈতী সরদারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ জুলাই) দুপুরে কলেজের সামনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা চৈতী সরদারকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিএম জাকির হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ড. সমীর রঞ্জন সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক খান আহমেদুল কবীর, অধ্যাপক সমাবেশ রায়, ড. শামসুজ্জামান, হারুন-অর-রশীদ, গোস্ট বিশ্বাস, হেদায়েত উল্লাহ, চৈতীর বাবা সুরঞ্জন সরদার প্রমুখ।

গত ২৫ জুন মনোতোষ রায় (চৈতীর স্বামী) ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে চৈতীকে হত্যা করে বলে অভিযোগ সুরঞ্জন সরদারের।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা,  জুলাই ০৯,  ২০১৯
এমআরএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।