ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ২ টন পলিথিন শপিং ব্যাগ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
গাজীপুরে ২ টন পলিথিন শপিং ব্যাগ জব্দ

গাজীপুর: জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযানে গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাজার এলাকা থেকে দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনাবাড়ী কাঁচা বাজার এলাকায় গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে পলিথিন বিরোধী অভিযান চালায়।

এসময় ওই বাজারে পাঁচটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। একপর্যায়ে ওইসব দোকান মালিক ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওইসব দোকান থেকে দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।  

অভিযানে উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সালাম সরকার, সহকারী পরিচালক আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ, পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং আনসার সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯।
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।