ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশাল-ঝালকাঠি রুটে বাস চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
বরিশাল-ঝালকাঠি রুটে বাস চলাচল স্বাভাবিক ফাইল ছবি

ঝালকাঠি: বরিশাল-ঝালকাঠি রুটে টানা ২৪ দিন বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (০৯ জুলাই) দুপুরে ঝালকাঠি আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহাদুর চৌধুরী বাংলানিউজকে বলেন, আজ (০৯ জুলাই) সকালে বরিশাল থেকে ঝালকাঠি রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।

ফলে বরিশাল থেকে ঝালকাঠি হয়ে পিরোজপুর, বরগুনা ও খুলনা জেলার সঙ্গে সড়ক পথে নিরবচ্ছিন্ন বাস চলাচলে কোনো বাধা নেই।

এদিকে বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির নেতারা জানান, মালিক সমিতির চাঁদার টাকাকে কেন্দ্র করে গত ১৫ জুন এক চালককে মারধরের অভিযোগ এনে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়ন। এরপর থেকে বাস চলাচল বন্ধ ছিল।

বাস চলাচল স্বাভাবিক করতে সোমবার (০৮ জুলাই) বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের উদ্যোগে বরিশাল সার্কিট হাউজে বরিশাল-ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাস চালাতে রাজি হয় উভয় জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

প্রসঙ্গত, অতিরিক্ত চাঁদা আদায় ও বাস চালককে মারধরের প্রতিবাদে ২৪ দিন ধরে বরিশাল-ঝালকাঠির ১১টি রুটে বাস চলাচল বন্ধ ছিল।

বাংলা‌দেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।