ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরাম খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
কেরাম খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া: কেরাম খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার হরষপুর ইউনিয়নের হাজিপুরে এ সংঘর্ষ চলে।  

আহতদের মধ্যে আব্দুল খালেক (৮৫), লোকমান (৪৫), লিটন (২৫), মাসুক মিয়া (৩৮), শামীম মিয়া (২৬), আলী আহম্মদ (৪৬), আইয়ুব (৩৫), হুমায়ূন মিয়া (৩০), মজিদ (৪৫), মুজিবুর রহমান খাঁন (৪২), নূরুল আমিন (৩৫), রাসেল (২৫), জিয়াউর রহমান (৩৫), সাচ্চু মিয়া (৪০), আরব আলী (৪০), জীবন মিয়া (২৩) ও সামসু মিয়াকে (৪২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার গাজিপুর বাজারে কেরাম খেলা নিয়ে পূর্বপাড়ার মুস্তু মিয়ার ছেলে আবেদ ও পশ্চিম পাড়ার শিশু মিয়ার ছেলে শরিফ মিয়ার মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি মিমাংসা করতে সোমবার রাতে দুই পক্ষ সালিশে বসে। সালিশে মিমাংসার পর রাতেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

এর জেরে মঙ্গলবার সকাল থেকে উভয়পক্ষ পুনরায় দেশীয় অস্ত্রসহ খোলা মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।  

বিজয়নগর থানার পরিদর্শক (ওসি- তদন্ত) আদিত্য কুমার সুমন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।