ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় পৃথক ঘটনায় শ্রমিক-শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
মাগুরায় পৃথক ঘটনায় শ্রমিক-শিক্ষকের মৃত্যু

মাগুরা: মাগুরায় পৃথক স্থানে ভবন থেকে ও ভবনের ছাদ থেকে পড়ে দুইজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- জেলা সদরের বরুনাতৈল গ্রামের ওমর শিকদারের ছেলে থাইমিস্ত্রি আকাশ হোসেন (১৮) ও স্টেডিয়ামপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুর রউফ ঢালি (৬৫)।
 
মঙ্গলবার (৯ জুলাই) সকালে জেলা শহরের সৈয়দ আতর আলী সড়কের জামরুলতলা ও স্টেডিয়ামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে জামরুলতলা এলাকায় লাবনী স্টিল কর্নার ভবনে কাজ করার সময় তৃতীয় তলা থেকে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন থাইমিস্ত্রি আকাশ। এ ঘটনার আধঘণ্টা আগে শহরের স্টেডিয়ামপাড়ায় নিজ বাড়ির তৃতীয় তলায় নির্মাণ কাজ দেখতে গিয়ে হঠাৎ ছাদ থেকে নিচে সেপটিক ট্যাংকের মধ্যে পড়েন যান শিক্ষক আব্দুল রউফ। তিনি স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

স্থানীয়রা দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০-শয্যা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মরদেহ দু’টির ময়নাতদন্ত শেষে পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে দু’টি মৃত্যুর ঘটনা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad