ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রেসক্লাবে ক্র্যাবের সাবেক সভাপতি লাবলুর তৃতীয় জানাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
প্রেসক্লাবে ক্র্যাবের সাবেক সভাপতি লাবলুর তৃতীয় জানাজা সিনিয়র সাংবাদিক লাবলুর জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুর তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (০৯ জুলাই) দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত জানাজায় মরহুমের সহকর্মী, সাংবাদিক নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।  

এ সময় জাসদ নেতা ও সংসদ সদস্য (এমপি) হাসানুল হক ইনু, ডেইলি অবজারবার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিউনের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, সিনিয়র সাংবাদিক ইশতিয়াক রেজা, পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, মরহুমের বড়ভাই আনিসুজ্জামান মানিক প্রুখ উপস্থিত ছিলেন।

 

এর আগে প্রয়াত লাবলুর মরদেহে প্রেসক্লাব চত্বরে নিয়ে আসা হয়। সেখানে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মীসহ সাংবাদিক নেতারা। শ্রদ্ধা নিবেদন করে জাতীয় প্রেসক্লাব, পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন রিপোর্টারস ফোরাম, বাংলাদেশ মেডিক্যাল রিপোর্টার্স ফোরাম, রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, পটুয়াখালী সাংবাদিক ফোরাম।  

এর আগে বেলা ১১টায় মরহুমের কর্মস্থল ভোরের কাগজে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ডিআরইউ ও ক্র্যাব কার্যালয়ে। সেখানে তার দ্বিতীয় জানাজা হয়।  

ক্র্যাব চত্বরে লাবলুর মরদেহে ফুল দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ, ক্র্যাব ও ডিআরইউ সদস্যরা শ্রদ্ধা জানান।  

মরহুমের পারিবারিক সূত্র জানায়, প্রেসক্লাবে জানাজার পর রাজধানীর আজিমপুর কবরস্থানে সাংবাদিক লাবলুকে চির নিদ্রায় শায়িত করা হবে।

সোমবার (০৮ জুলাই) রাত ৯টা ৫০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন লাবলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ঢাকা ও ভারতে চিকিৎসা নিয়েছেন।  

সাংবাদিক লাবলু দৈনিক ভোরের কাগজের প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের সভাপতি হিসেবে পালন করেছেন ছয়বার।  

এদিকে সাংবাদিক লাবলুর মৃত্যুতে রাজনৈতিক নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
আরকেআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।