ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েটদের অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েটদের অবস্থান ধর্মঘট অবস্থান ধর্মঘটে দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েটরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট পালন করছে চাকরিপ্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে তারা এ ধর্মঘট শুরু করেন।

সমাবেশে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা বলেন, আমরাও এ দেশের নাগরিক।

আমরাও সরকারকে ট্যাক্স দেই। অন্য নাগরিকদের যে সুযোগ-সুবিধা দেওয়া হয়, আমাদেরও সেটা দেওয়া হোক।  

‘জাতীয় সংসদের মাধ্যমে যদি দৃষ্টি প্রতিবন্ধীদের কাজে যোগদানের ক্ষেত্রে সৃষ্ট বাধা দূরীকরণ ও বিশেষ ব্যবস্থায় নিয়োগের জন্য কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো। ’

এসময়, ৯ম গ্রেড থেকে ২০তম গ্রেডভুক্ত সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি চাকরিতে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় নিয়োগের ব্যবস্থাসহ ছয়টি দাবি উত্থাপন করা হয় দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯
আরকেআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।