ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রামগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
রামগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে আনিছুর রহমান আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (০৮ জুলাই) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মহসিনকে (৩০) আটক করেছে পুলিশ।

আজাদ উপজেলার নান্দিয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি যুবলীগ কর্মী ছিলেন। আটক মহসিন একই গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- ইব্রাহিম মিয়া ও রিয়াদ হোসেন টিটু। এদের মধ্যে ইব্রাহীমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিয়াদকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত রিয়াদ বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে মারধর করে মাদকসেবী মহসিন। বিষয়টি মামা আজাদকে জানালে তিনি মহসিনের কাছে এর কারণ জানতে চান। এরপর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মহসিন 
আজাদকে কুপিয়ে হত্যা করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, মহসিনকে আটক করা হয়েছে। এ  ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
এসআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।