ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
রূপগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ৩ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৮ জুলাই) উপজেলার রূপগঞ্জ সদর ও লাভরাপাড়র এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন রূপগঞ্জ সদর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মেহেদী হাসান সোহাগ, একই এলাকার কবির হোসেনের ছেলে সজিব ও ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার আমানউল্লাহর ছেলে তানজিল।

রূপগঞ্জ থানার পরিদর্শক রফিকুল হক বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তিরা তাদের নিজ নিজ এলাকায় ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। সোমবার (৮ জুলাই) দিনব্যাপী মাদকবিরোধী অভিযান চালিয়ে মেহেদী হাসান সোহাগ ও সজিবকে ৫০ পিস ইয়াবা ও তানজিলকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।