ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে সরকারি বই বিক্রি, প্রধান শিক্ষক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
বরিশালে সরকারি বই বিক্রি, প্রধান শিক্ষক বরখাস্ত বিক্রি করে দেওয়া হয়েছিল পাঠ্যবই। ছবি: বাংলানিউজ

বরিশাল: বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মকবুল আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (০৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জোবায়দা আক্তার।

তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে ওই স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি স্কুলের ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, সোমবার (০৮ জুলাই) দুপুরে সদর উপজেলার চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয় থেকে সাড়ে ৭ মণ বিনামূল্যের সরকারি পাঠ্যবই গোপালগঞ্জের হাবিব শেখ নামের একজনের কাছে বিক্রি করে দেয় কর্তৃপক্ষ। এগুলো গাড়িতে তোলার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহামুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে বইগুলো জব্দ করেন।

পরে এ ঘটনায় জড়িত ক্রেতা, স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মকবুল আহমেদ ও অফিস সহকারী রেজাউল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উর্মি ভৌমিকের কার্যালয়ে নিয়ে আসা হয়।

বাংলা‌দেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad