ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে অর্থ আত্মসাৎ মামলায় বীমা পরিচালক কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
ময়মনসিংহে অর্থ আত্মসাৎ মামলায় বীমা পরিচালক কারাগারে আব্দুল্লাহ আল মামুন। ছবি: বংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে অর্থ আত্মসাৎ মামলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের নির্বাহী পরিচালক (বরখাস্ত) আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (০৮ জুলাই) বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালতের বিচারক মুহাম্মদ আব্দুল হাই এ আদেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা জজ ও দায়রা আদালতের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

তিনি জানান, ২০১৮ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠানের ৮ লাখের বেশি টাকা আত্মসাৎ করার অভিযোগে কোতয়ালী থানায় একটি মামলা হয়। ওই মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯ 
এমএএএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।