ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এরিক এরশাদকে অপহরণের হুমকি, থানায় জিডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
এরিক এরশাদকে অপহরণের হুমকি, থানায় জিডি জিডির কপি ও এরিক এরশাদ। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদকে অপহরণের হুমকি দেওয়ায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

সোমবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে জিডি (৫৫২ নম্বর) করার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন এরশাদের ব্যক্তিগত সহকারী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার।

তিনি বলেন, গত দুই-তিনদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি কয়েক দফায় এরিক এরশাদের ফোনে কল দিয়ে তাকে অপহরণের হুমকি দেওয়ায় আমরা সাধারণ ডায়েরি করেছি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এসএমএকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।