ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারী নরসুন্দর শেফালীর ভবনের কাজ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
নারী নরসুন্দর শেফালীর ভবনের কাজ উদ্বোধন উদ্বোধন করা হয় ভবনের নির্মাণকাজ। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: নারী নরসুন্দর শেফালী রানী শীলকে দেওয়া জমির ওপর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের উপস্থিতিতে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এর আগে মঙ্গলবার (০২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দোগনা গ্রামে গিয়ে শেফালী রানীর হাতে জমি ও ভবনের প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন।

ওইসময় প্রতিমন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শেফালী রানীকে চার শতাংশ জমির ওপর একটি ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। কয়েকদিনের মধ্যেই ঘর নির্মাণের কাজ শুরু হবে।

প্রতিমন্ত্রীর ঘোষণার এক সপ্তাহের মধ্যেই ভবনের নির্মাণ কাজ শুরু হলো।

ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের দোগনা বাজারে একযুগ ধরে একমাত্র নরসুন্দর হিসেবে চুল কেটে যাচ্ছেন শেফালী রানী।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ