ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের ফেরাতে চীনের আশ্বাস পেয়েছি: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
রোহিঙ্গাদের ফেরাতে চীনের আশ্বাস পেয়েছি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণভবন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন- তারা বিষয়টি দেখবেন। রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে মিয়ানমারের প্রতি তারা (চীন) দেখবেন বলে জানিয়েছেন।
তাদের কাছে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশই গুরুত্বপূর্ণ বন্ধু  

চীন সফর শেষে সোমবার (০৮ জুলাই) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।  

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে চীনের ভালো সম্পর্ক রয়েছে।

কিন্তু তারাও উপলব্ধি করতে পেরেছেন যে, রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান করা একটা চাপ। তারাও মনে করেন, বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিৎ।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এসকে/একে/এমএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।