ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ৫ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
সৈয়দপুরে ৫ ফার্মেসিকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নিম্ন মানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এ জরিমানা করেন।

বাংলানিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে নিম্ন মানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে উপজেলা শহরের সৈয়দপুর প্লাজায় নোভা ড্রাগসকে ২০ হাজার, স্মৃতি মেডিক্যাল স্টোরকে ১৫ হাজার, তুলশিরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ে সৌদি ওষুধালয়কে পাঁচ হাজার, বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) রাণী ফার্মেসিকে পাঁচ হাজার ও শেরে-বাংলা সড়কের ইমরান ফার্মেসিকে পাঁচ হাজার টাকাসহ মোট ৫০ হাজার জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়েছে।

অভিযানে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম, সৈয়দপুর থানা পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।