ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে কারেন্ট জাল জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
নারায়ণগঞ্জে কারেন্ট জাল জব্দ, জরিমানা অভিযান চালিয়ে জব্দ করা হয় অবৈধ কারেন্ট জাল। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: অবৈধভাবে কারেন্ট জাল রাখায় নারায়ণগঞ্জ জেলায় রেজাউল করিম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৭ জুলাই) সন্ধ্যায় জেলার চর সৈয়দপুর কাটপট্টি গুদারাঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।  

ইউএনও জানান, অবৈধভাবে কারেন্ট জাল রাখায় রেজাউল করিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৯ হাজার টাকা। এছাড়া অভিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ কারেন্ট জাল পরে পুড়িয়ে নষ্ট করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।