ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সন্ধান মেলেনি ট্রলার ডুবে নিখোঁজ ১৪ জেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
সন্ধান মেলেনি ট্রলার ডুবে নিখোঁজ ১৪ জেলের

ভোলা: ভোলার চরফ্যাশনে সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে নিখোঁজ ১৪ জেলের সন্ধান এখনো মেলেনি। 

শনিবার (০৬ জুলাই) সাগর মোহনার শিবচর এলাকায় ১৪ জন জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এরপর থেকে তারা নিখোঁজ হন।

রোববার (০৭ জুলাই) রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।  

নিখোঁজরা হলেন- চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের মো. শাহাজাহান মাঝি (৫০), জামাল মেস্তুরী (৩৫), রুবেল (২২), আ. হাই (২৫), মো. আফসার জমাদার (৫০), মো. শাহাজাহান (৪৫), জসিম (২০), হোসেন (৪০), মো. রবিউল (১৮), নাসির (৪৫), মো. সুলতান মাঝি (৫০), মো. রফিজল (৫৫), কবির (৪০) ও মো. জলিল (৩৫)। এদের বাড়ি চরফ্যাশন দুলারহাট থানার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, শনিবার ১৪ জেলে নিয়ে স্থানীয় ভায়রানি বাজার থেকে একটি মাছ ধরা ট্রলার বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। সন্ধ্যায় সাগর মোহনার ঢালচর সংলগ্ন শিবচর পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে ট্রলারের ১৪ জেলেই নিখোঁজ হন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম তালুকদার বাংলানিউজকে জানান, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।