রোববার (৭ জুলাই) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার।
আটকরা হলেন- পটুয়াখালীর সবুজ মিয়া (৩৫) ও জাহাঙ্গীর হোসেন (৩৩), বরিশালের শাহ আলী (৪৮), কুমিল্লার শাওন (২৪), বাগেরহাটের সিরাজ মিয়া (৩৬), ঢাকার আরিফ (২৪) ও নরসিংদীর বুলবুল (২৮) এবং তপন মিয়া (২৩)।
এসআই আব্দুল গাফফার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে শনিবার (৬ জুলাই) দিনগত রাত পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই নয়জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিভিন্ন সময় চুরি ও ছিনতাই করা দুইটি ইজিবাইক ও তিনটি মিশুক।
আটকদের নামে বিকেলে নরসিংদী সদর মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এসআরএস