ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অভাবের তাড়নায় সন্তানকে লঞ্চে ফেলে যান মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
অভাবের তাড়নায় সন্তানকে লঞ্চে ফেলে যান মা

পটুয়াখালী: অভাবের তাড়নায় সন্তানকে ঢাকা-পটুয়াখালীগামী লঞ্চে অন্যের কোলে তুলে দিয়ে পালিয়ে যান পলি খাতুন নামে এক মা।

রোববার (০৭ জুলাই) বিকেলে ২২ দিন বয়সী ওই নবজাতকটিকে মা পলির হাতে তুলে দেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। এ সময় পলিকে কিছু আর্থিক সহায়তাও দেওয়া হয়।

পলি খাতুনের বাড়ি পটুয়াখালী সদরের লোহালিয়ায়। স্বামী ও দুই মেয়েকে নিয়ে তিনি ঢাকায় থাকেন।

ওসি মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে পলির স্বামী মোবাইল বন্ধ করে চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। অভাবের সংসারে কোনো উপায় না পেয়ে পলি নিজের ২২ দিন বয়সী মেয়েকে পটুয়াখালীর লঞ্চে এক অপরিচিত নারীর কোলে তুলে দিয়ে লঞ্চ থেকে নেমে যান। ওই নারী নবজাতকটিকে নিয়ে পটুয়াখালী থানায় এসে পুলিশকে বিষয়টি জানায়। এরপর নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে মা পলিকে খুঁজে বের করা হয়।

নবজাতকটির মা পলি বাংলানিউজকে বলেন, অভাবের তাড়নায় নিজের সন্তানকে না মেরে অন্যের হাতে তুলে দিয়েছিলাম। এখন বাচ্চাটিকে আমি দত্তক দিতে চাই।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।