ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন সম্প্রসারিত ভবন। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও নবনির্মিত মিলনায়তন উদ্বোধন করেছেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

রোববার (০৭ জুলাই) দুপুরে সম্প্রসারিত ভবন ও মিলনায়তন উদ্বোধন করেন তিনি।

জানা যায়, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভবন ও উপজেলা পরিষদ মিলনায়তনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভা মেয়র মো. শামছুল হক, সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম, প্রকৌশলী মো. আনোয়ারুল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ০৭ জুলাই, ২০১৯
এডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।