ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ২৮ স্বর্ণের বারসহ চীনা নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
শাহজালালে ২৮ স্বর্ণের বারসহ চীনা নাগরিক আটক

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি স্বর্ণের বারসহ জিয়ান জু নামে এক চীনা নাগরিককে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।

রোববার (৭ জুলাই) সকাল ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম জানান, সকালে দুবাই থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে করে ঢাকায় আসেন জিয়ান জু।

বিমানবন্দরের ইমিগ্রেশন অতিক্রম করার সময় সন্দেহ হলে শুল্ক গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় তিনি তার সঙ্গে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক চীনা নাগরিকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad