ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্র্যাবের সাবেক সভাপতি লাবলু লাইফ সাপোর্টে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
ক্র্যাবের সাবেক সভাপতি লাবলু লাইফ সাপোর্টে আক্তারুজ্জামান লাবলু

ঢাকা: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত।

রোববার (৭ জুলাই) বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

লাবলুর পরিবারের এক সদস্য বাংলানিউজকে বলেন, শনিবার (৬ জুলাই) বিএসএমএমইউ হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে কেবিন থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

পরে রোববার বিকেল ৩টায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

এর আগে এই রোগে ক্র্যাবের সাবেক সভাপতি ভারতে গিয়ে চিকিৎসা করান। ঢাকায় ফিরে কয়েক মাস পর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন। প্রায় দু’মাস হাসপাতালের কেবিনে থাকার পর তাকে আইসিইউতে নেওয়া হয়।

ভোরের কাগজের সাংবাদিক আখতারুজ্জামান লাবলু ছয়বার ক্র্যাবের সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।