ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চার্জিংয়ের সময় ব্যাটারি বিস্ফোরণ, ৫ লাখ টাকার ক্ষতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
চার্জিংয়ের সময় ব্যাটারি বিস্ফোরণ, ৫ লাখ টাকার ক্ষতি

সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় রিকশাভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।

শনিবার (৬ জুলাই) দিনগত রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শ্রীধরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলাউদ্দীনের বাড়ির প্রাচীরের মধ্যে মোটরচালিত রিকশাভ্যানের ব্যাটারি চার্জ দেন আছিয়া লুতফর প্রিপারেটরি স্কুলের ভ্যানচালক শেখ শাহাজান হোসেন।

মধ্য রাতে চার্জে দেওয়া ভ্যানের ব্যাটারি হঠাৎ বিস্ফোরণ হয়। এতে শেখ আলাউদ্দীনের গোলা ভর্তি ধান, মেশিন ঘর, পৃথক তিনটি ধানের গোলাসহ গৃহস্থালির প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

এ ঘটনায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ওই বাড়ির মালিক শেখ আলাউদ্দীনের।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।