ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আগুন নিয়ন্ত্রণের পর ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
আগুন নিয়ন্ত্রণের পর ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সার্বিক নিরাপত্তার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রন্থাগার বন্ধ থাকবে বলে জানিয়েছেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ। 

রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

জাবেদ আহমদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবকিছু পুনরায় পরীক্ষা করে দেখার পর সন্তুষ্ট হলে আমরা গ্রন্থাগার খুলে দেবো।

এদিকে, ইমার্জেন্সি এক্সিটওয়ে না থাকায় শিক্ষার্থীদের বের হতে বিপাকে পড়তে হয়।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।