ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ট্রেনের ধাক্কায় ডাম্প ট্রাকের চালক-সহকারী ‌নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
ট্রেনের ধাক্কায় ডাম্প ট্রাকের চালক-সহকারী ‌নিহত

গাজীপুর: গাজীপুর মহানগরের দাক্ষিণখান এলাকায় ট্রেনের ধাক্কায় একটি ডাম্প ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৭ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-প‌রিচয় জানা যায়নি।

টঙ্গী রেলওয়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) র‌ফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, কলকাতা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘মৈত্রী এক্সপ্রেস’ ঢাকা যাচ্ছিল। জয়দেবপুর স্টেশন অতিক্রম করে দাক্ষিণখান এলাকায় পৌঁছালে ‌রেলক্র‌সিংয়ের ওপর বিকল হয়ে থাকা বালুভর্তি একটি ডাম্প ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। নিহত দু’জন ওই ডাম্প ট্রাকের চালক ও সহকারী বলে জানা যায়।

এ ঘটনায় ডাম্প ট্রাকের ওপর থাকা অপর দু’জন আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।  

ময়না-তদন্তের জন্য মরদেহ দু’টি হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান এসআই র‌ফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।