bangla news

কংস নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-০৭ ১:৩৬:১১ এএম
মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

নেত্রকোণা: নেত্রকোণার বারহাট্টা উপজেলায় কংস নদীর পানিতে পড়ে নিখোঁজ শ্রমিক মো. শহিদুল্লাহর (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার হুজড়া বাড়ি ব্রিজের কাছ থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

শহিদুল্লাহ একই উপজেলার সাহতা ইউনিয়নের ময়মনসিংহ ডহরপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

নেত্রকোণার বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (০৫ জুলাই) দুপুরের দিকে বালুভর্তি ট্রলার গাছের সঙ্গে ধাক্কা লাগলে ট্রলার থেকে নদীর পানিতে পড়ে নিখোঁজ হন শ্রমিক শহিদুল্লাহ।

পরে স্থানীয় লোকজনসহ ময়মনসিংহ ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও খুঁজে পাওয়া যায়নি। শনিবার ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।


বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এসআইএস

ক্লিক করুন, আরো পড়ুন :   মরদেহ উদ্ধার নেত্রকোণা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-07 01:36:11