ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকায় ফুল ছিঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনীষা দাস (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে এলাকার পরেশ সাহার বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনীষা ওই এলাকার স্বর্গীয় সুভাস দাসের মেয়ে।

সে পুরান বাজারে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির কাকি মুক্তি রাণী দাস বাংলানিউজকে বলেন, শুক্রবার দিবাগত রাতে তাদের প্রতিবেশী লক্ষ্মী রানীর সঙ্গে মনীষা পরেশ সাহার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। সকালে বাড়ির লোকজনের অগোচরে ছাদে উঠে ফুল ছিঁড়তে গেলে গায়ে হলুদের সাজানো আলোক সজ্জার বাতির বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয় মনীষা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার ডান হাত ঝলসে যায়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বাংলানিউজকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।