ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শুকুর আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা ট্রেন রুটের মোমিনপুর স্টেশনের অদূর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আলী উপজেলার মাজহাদ গ্রামের দাউদ মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ট্রেনে কাটা পড়া আলীর মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় ।  

নিহতের ছেলে আসিফ বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন ধরে তার বাবা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বাড়িতেও ঠিকমতো রাত্রী যাপন করতেন না। সকালে গ্রামের লোকজনের কাছে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যুর খবর পান।  

মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়:  ১১৫২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad