ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাচোলে ভুল অপারেশনে নারীর মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
নাচোলে ভুল অপারেশনে নারীর মৃত্যুর অভিযোগ মর্ডান ইসলামী হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মর্ডান ইসলামী হাসপাতালে ডাক্তারের ভুল অপারেশনে এক নারীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

ওই নারীর নাম তাহমিনা বেগম মেনেকা (৫০)। নাচোল উপজেলার বিশালপুর সুখান দিঘী গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী তিনি।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শুক্রবার (৫ জুলাই) সকালে ভুল অপারেশনের পর অবস্থার অবনতি হলে সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর পরই মেনেকা মারা যান।  

এর আগে সকালে ওই নারীর আত্মীয়-স্বজন গলব্লাডার অপারেশনের জন্য নাচোল থানা গেটের সামনে মর্ডান ইসলামী হাসপাতালে নিয়ে আসেন। এসময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. শফিকুল ইসলাম, রাজশাহীর ডাক্তার ফারহানা ইয়াসমিন ও ডাক্তার তমালকে দিয়ে গলব্লাডার অপারেশন করানো হয়।  

অপারেশনের পরপরই রোগীর অবস্থা খারাপ দেখে ক্লিনিক কর্তৃপক্ষ দ্রুত রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। শুক্রবার সন্ধ্যায় রামেক হাসপাতালে ভর্তির পরপরই তাহমিনা বেগম মেনেকা মারা যান।

এ ব্যাপারে ওসি আরও জানান, মৃতের পরিবার মামলা করলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।