ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কংস নদীতে ডুবে শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
কংস নদীতে ডুবে শ্রমিক নিখোঁজ

নেত্রকোণা: নেত্রকোণার বারহাট্টা উপজেলায় কংস নদীতে ডুবে মো. শহিদুল্লাহ্ (৩২) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (০৫ জুলাই) দুপুরে উপজেলার হুজড়া বাড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শহিদুল্লাহ্ একই উপজেলার সাহতা ইউনিয়নের ময়মনসিংহ ডহরপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বাংলানিউজকে জানান, নেত্রকোণার পূর্বধলা জারিয়া থেকে বালুভর্তি একটি ট্রলার মোহনগঞ্জ যাচ্ছিল। ট্রলারটি বারহাট্টা হুজড়া বাড়ি ব্রিজের কাছে পৌঁছালে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রলার থেকে নদীতে পড়ে যান শহিদুল্লাহ্। এরপর থেকে তিনি নিখোঁজ হন।

পরে স্থানীয়দের সহযোগীতায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।