ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যমুনা নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
যমুনা নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইল: ‘মানবতার মা শেখ হাসিনা, মানবতার মান রক্ষা করুন, ত্রাণ চাই না বাঁধ চাই’সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে ভাঙনরোধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার কষ্টাপাড়া এলাকায় তিনটি গ্রামের মানুষ একত্রিত হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।  

কষ্টাপাড়া গ্রামের মজিদ সরকার বলেন, গেল এক সপ্তাহ ধরে কষ্টাপাড়াসহ গোবিন্দাসী ইউনিয়নের তিন গ্রামে তীব্র ভাঙনে শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে।

গত আট বছর ধরে অব্যাহতভাবে ভাঙন ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি কেউ। জনপ্রতিনিধিদের এ বিষয়ে কোনো কর্ণপাত নেই।

মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে না পারলে বহু ঘরবাড়ি নদী গর্ভে চলে যাবে। এতে মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন-যাপন করবে। এসময় তারা ভাঙনরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

গোবিন্দাসী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মনি বাংলানিউজকে বলেন, অব্যাহতভাবে যমুনা নদীতে ভাঙন শুরু হলেও সেটি রোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অনেকে ভাঙনে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, যমুনা নদীতে ভাঙনরোধে প্রাথমিকভাবে জিওব্যাগ ফেলার কাজ শুরু হবে। তবে জিও ব্যাগ সংকটের কারণে কাজ শুরু হতে দেরি হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।