ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে মাদক মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
বরিশালে মাদক মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক মামলায় জয়নাল সরদার নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জয়নাল বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার মোতালেব সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৪ মে সকালে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। এসময় মাদকবিক্রেতা জয়নালকে এক হাজার ১২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ওইদিনই র‌্যাব-৮ এর ডিএডি মো. নূরউদ্দিন বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। একই সালের ২৯ মে গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।  

আদালত নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
এমএস/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad