ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে হাসপাতালে সেন্ট্রাল ক্যাশ কাউন্টারের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
যশোরে হাসপাতালে সেন্ট্রাল ক্যাশ কাউন্টারের উদ্বোধন ফিতা কেটে সেন্ট্রাল ক্যাশ কাউন্টারের উদ্বোধন করেন প্রতিমন্ত্রি। ছবি: বাংলানিউজ

যশোর: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেন্ট্রাল ক্যাশ কাউন্টারের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রি স্বপন কুমার ভট্টাচার্য। পাশাপাশি এ সময় একটি অত্যাধুনিক এক্স-রে মেশিনের কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে ক্যাশ কাউন্টার ও এক্স-রে মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি প্রতিমন্ত্রি বলেন, শেখ হাসিনা সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে।

এর সুফল পেতে শুরু করেছে জনগণ। এরই অংশ হিসেবে যশোর জেনারেল হাসপাতালে প্রথম সেন্ট্রাল ক্যাশ কাউন্টার চালু করা হলো। পর্যায়ক্রমে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সেন্ট্রাল ক্যাশ কাউন্টার চালু করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।