ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজাপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
রাজাপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষেণর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন।

তিনি জানান, ভিকটিম নিজেই বাদী হয়ে বুধবার (৩ জুলাই) রাজাপুর থানায় এ মামলাটি করেন।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার (০১ জুলাই) উপজেলার সাতুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভিকটিমের অভিযোগ, সজীব ও রাজ্জাক নামে স্থানীয় দুই বখাটে তাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। গত সোমবার সন্ধ্যায় ভিকটিম বাড়ির গোয়ালঘরে যায়। এসময় আগে থেকে সেখানে ওৎপেতে থাকা ওই দুই বখাটে ভিকটিমকে আটকে মুখ চেপে ধর্ষণ করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে পরের দিন স্থানীয় প্রভাবশালী মহল তাকে সালিশ মীমাংসার প্রস্তাব দেয়। যে সালিশে ১০ হাজার টাকা চিকিৎসা বাবদ নিয়ে ঘটনা চাপা দিতে বলে প্রভাবশালীরা।

তবে এজাহারে টাকার বিষয় উল্লেখ নেই বলে জানান ওসি মো. জাহিদ হোসেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।