ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

ঢাকা: পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার (০৪ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সেনাপ্রধান ০৬ জুলাই (শনিবার) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট এবং আন্ডার সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব পিস্কিপিং অপারেশনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সফর শেষে সেনাপ্রধান ১০ জুলাই (বুধবার) দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।